বিসমিল্লাহির রহমানির রহীম
নিজ পরিবারের জন্য সওয়াবের আশায় যা ব্যয় করা
হয় তা সদকা হিসেবে গণ্য হয়
হযরত আবূ মাসউদ আনসারী (রাঃ) থেকে বর্ণিত নবী
কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ব্যক্তি
সওয়াবের আশায় তার পরিবার-পরিজনের জন্য যা কিছু
খরচ করবে সব তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।
(বুখারী শরীফ-৫৩৫১ . মুসলিম শরীফ-১০০২ )