বিসমিল্লাহির রহমানির রহীম
নবীজি সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম ধর্মীয় জ্ঞান প্রচারকে সরাসরি সদকা-ই-জারিয়া বলে উল্লেখ করেছেন। এই জন্য সর্বস্তরের ছাওয়াব প্রত্যাশী মুসলিম ভাই-বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বসম্মত সিদ্ধান্ত মতে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার টেকনাফ পৌরসভাস্থ, ৮০ বছর বয়সী টেকনাফ আল-জামিয়া আল-ইসলামিয়ার ছাত্র-শিক্ষকদের জন্য প্রায় দশ লাখ টাকার ধর্মীয় কিতাব প্রয়োজন।
কোন সুহৃদয় মুসলমান স্বীয় কল্যাণ মনে করলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ পূর্বক প্রয়োজনীয় ধর্মীয় কিতাব কিংবা তার মূল্য দান করে সদকা-ই-জারিয়ার ছাওয়াব হাসিল করতে পারেন।
(রমাযান মাসের যে কোন অনুদান এর প্রতিদান অধিকহারে বৃদ্ধি পায়)
অনুমতিক্রমে
মুহাম্মদ ওছমান গণী
লাইব্রেরী পরিচালক
আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ,
কক্সবাজার, বাংলাদেশ।
মোবাইল ও বিকাশ পার্সোনাল নং
+৮৮০১৮৫৪৩২২৭৮৪
তারিখ : ২৫ শে রমাযানুল মুবারক ১৪৪৪ হিজরী
মুতাবিক ১৪/০৪/২০২৩ খ্রিষ্টাব্দ