ইসলামী জ্ঞান উস্তাদ কর্তৃক শিক্ষাপ্রাপ্ত ও অনুমতিপ্রাপ্ত আলেমের তত্বাবধানে অর্জন করলেই উপকারী হয়।
সহীহ বুখারী শরীফে আছে
العلم بالتعلم
অর্থাৎ কুরআন হাদিসের জ্ঞান উস্তাদদের মাধ্যমে অর্জন করতে হবে।
অভিজ্ঞ আলিমগণ বলেছেন ইসলাম ধর্মের শ্রদ্ধেয় আলিমগণ ওস্তাদদের তত্ত্বাবধানেই শিক্ষা অর্জন করেছেন। পক্ষান্তরে নিজ গবেষণায় যারা অগ্রসর হতে চান তারা নিজেও পথ পাবে না অন্য কেও ভ্রষ্ট করবেন। এই বাস্তবতার কারণেই কুরআন শরীফের সর্বাধিক গুরুত্বপূর্ণ সূরা, সূরা-ই ফাতিহার মাধ্যমে দৈনিক ৪০-৫০ বার সকল নামাযী মুসলমানকে বার বার দু’আ করতে বলা হয়েছে।
আয় আল্লাহ আমাকে তুমি তোমার অনুগ্রহপ্রাপ্ত বান্দাগণের পথে পরিচালিত কর, সরাসরি কুরআন হাদীসের পথে চলার কথা বলা হয়নি, তা সত্ত্বেও কেউ নিজ জ্ঞান বুদ্ধি মতে পরিচালিত হয়ে বিপদগামী হলে কারো কিছু করার আছে বলে মনে হয় না, মহান আল্লাহ তা’আলা সকল মুসলমানকে নবীজি কর্তৃক প্রদর্শিত তারই হাতে গড়া উত্তরসূরী সাহাবাগণ কর্তৃক সংরক্ষিত ও হক্কানী আলেমগণ কর্তৃক সুবিন্যস্ত সহজ সরল পথে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন।
মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক
প্রতিষ্ঠাতা পরিচালক
ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার
সমিতি পাড়া ১নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা।
মুবাইলঃ০১৮৬৮৫১৫১৫১