বিসমিল্লাহির রহমানির রহীম
عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، – رضى الله عنه – أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ ” .
অনুবাদ: হযরত আবু আইয়ূব আনসারী (রাযিঃ) সূত্রে বর্ণিত : তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছে, যে ব্যক্তি রমাযান মাসের (পরিপূর্ণ) রোযা পালন করল, তারপর শাওয়াল মাসে ছয় দিন অতিরিক্ত রোযা রাখল, সে সারা বছর রোযা পালন করার সমতুল্য৷
( মুসলিম, হাদীস নং ২৬২৯, আবূ দাউদ শরীফ, হা. ২৪৩৫, ইবনে মাজাহ শরীফ, হা. ১৭২৫,)