বিসমিল্লাহির রহমানির রহীম
প্রত্যেক মুসলিম নর-নারী নিজ সম্পদের যাকাত বের করার জন্য প্রতি চন্দ্র বর্ষ/ আরবী বর্ষের একটি তারিখ নির্ধারণ করবেন। উক্ত তারিখে নিম্ন মতে হিসাব করবেন।
যাকাত উপযোগী ধন-সম্পদের বিবরণ
ক্রঃ বিষয় টাকার পরিমাণ
১. স্বর্ণ ৫০০০/=
২. রূপা ২০০০/=
৩. নগদ টাকা ৩০০০/=
৪. ব্যাংকে জমা ১০০০০/=
৫. বক্সের জমা টাকা ৫০০০/=
৬. বৈধ বীমা ৭০০০/=
৭. দোকান / বিল্ডিং এর এডভান্স /
সালামী বাবৎ বিল্ডিং মালিকের হাতে জমা-
যা মেয়াদ শেষে ফেরৎ দিতে বাধ্য ১০০০০০/=
৮. ব্যবসায়ী সম্পদের মূল্য ১০০০০০/=
৯. বাকীতে দেওয়া আছে ১০০০০/=
১০. ঋণ দেওয়া আছে ৫০০০০/=
১১. বিভিন্নজন থেকে উপহার পাওয়া ৩০০০০/=
১২. বিভিন্ন সাইটের ছোট্ট ছোট্ট ব্যবসায় মওজুদ আছে ৭০০০০/=
* সর্বখাতের মোট জমা ৩৯২০০০/=
* মোট জমা থেকে নেওয়া ঋণ বাবৎ কর্তন ৩০০০০/=
* ঋণ বাদ দেওয়ার পর বর্তমান স্থিত ৩৬২০০০/=
ঋণ বাদ অবশিষ্ট সম্পদের শতকরা আড়াই টাকা হিসেবে যাকাত দেওয়া ফরয
মূলধন যাকাত
একলাখ ২৫০০/=
দুই লাখ ৫০০০/=
তিন লাখ ৭৫০০/=
চার লাখ ১০০০০/=
পাঁচ লাখ ১২৫০০/=
ছয় লাখ ১৫০০০/=
সাত লাখ ১৭৫০০/=
আট লাখ ২০০০০/=
নয় লাখ ২২৫০০/=
দশ লাখ ২৫০০০/=
বিশ লাখ ৫০০০০/=
ত্রিশ লাখ ৭৫০০০/=
চল্লিশ লাখ ১০০০০০/=
পঞ্চাশ লাখ ১২৫০০০/=
এক কোটি ২৫০০০০/=
দুই কোটি ৫০০০০০/=
তিন কোটি ৭৫০০০০/=
চার কোটি ১০০০০০০/=
পাঁচ কোটি ১২৫০০০০/=
ছয় কোটি ১৫০০০০০/=
সাত কোটি ১৭৫০০০০/=
আট কোটি ২০০০০০০/=
সম্পাদনায়
মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক
খাদিমে দারুল ইফতা
আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ, কক্সবাজার,
ইসলামিক রিসার্চ সেন্টার, কক্সবাজার, বাংলাদেশ
মোবাইল : ০১৮১৭০০৯৩৮৩,
হোয়াটসঅ্যাপ : ০১৮৬৮৫১৫১৫১
২১/০৯/১৪৪৪ হিজরী মুতাবিক ১৩/০৪/২০২৩ খ্রিষ্টাব্দ