বিসমল্লিাহির মানির রহীম
সদকাতুল ফিতর বস্তুর পরিবর্তে নগদ টাকা প্রদান করা উত্তম
বিশ্ববিখ্যাত আলেমেদ্বীন, আল্লামা ড. ইউসুফ আল-কারযাভী রহমাতুল্লাহি আলায়হি-কে প্রশ্ন করা হয়েছে, নির্ধারিত খাদ্য বস্তুর পরিবর্তে উক্ত বস্তুর মূল্য দ্বারা সদকাতুল ফিতর / ফিতরা আদায় করা যাবে কি না?
উত্তরে তিনি লিখেছেন, হ্যাঁ, অবশ্যয় যাবে। বর্তমানযুগে মূল্য আদায় করাই উত্তম। এতে দাতা-গ্রহীতা দুজনেরই কল্যাণ।
ড. ইউসুফ আল-কারযাভী
বি. দ্র.
সদকাতুল ফিতর হাদীস শরীফে বর্ণিত নির্ধারিত বস্তুর পরিবর্তে তার মূল্য দ্বারা আদায় করা যাবে কি না?
এবিষয়ে নির্ভরযোগ্য আলেমগণের ভিন্ন ভিন্ন মতামত আছে। তার মধ্যে ইসলামের অন্যতম খলিফা হযরত ওমর বিন আবদুল আযীয রহ., হযরত হাসান বছরী রহ., হযরত সুফিয়ান ছাওরী রহ., ইমাম আবূ হানিফাহ রহ. ও ইমাম বোখারী রহ. প্রমূখ মহৎ ব্যক্তিবর্গ বস্তুর পরিবর্তে তার মূল্য আদায় করাও জায়েয বলে মতামত দিয়েছেন।
…………………
সংগ্রহে
মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক
খাদিমে দারুল ইফতা
আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ, কক্সবাজার,
ইসলামিক রিসার্চ সেন্টার, কক্সবাজার, বাংলাদেশ
মোবাইল : ০১৮১৭০০৯৩৮৩,
হোয়াটসঅ্যাপ : ০১৮৬৮৫১৫১৫১
২১/০৯/১৪৪৪ হিরজী মুতাবিক ১৩/০৪/২০২৩ খ্রিষ্টাব্দ