বিসমিল্লাহির রহমানির রহীম
আসসালামু আলায়কুম ওয়া রহমাতুল্লাহ
সম্মানিত ভদ্র মহোদয়গণ!
আমাদের নিম্নে বর্ণিত দ্বীনি মাদ্রাসা সমূহের তত্ত্বাবধানে ছয় মাদ্রাসার ৩৪৭০ জন ছোট্ট বড় ছাত্র-ছাত্রীদের ইসলামী শিক্ষা-দীক্ষা প্রদান ও প্রায় ১২২০জন কুরআন-হাদীস পড়ুয়া এতিম-মিসকীন ছাত্রদের ভরণ-পোষণ খাতে ব্যয় করার জন্য সর্বস্তরের ধর্মপ্রিয় মুসলিম ভাই-বোনদের আন্তরিক দু’আ ও আর্থিক সহযোগিতা কামনা করছি।
আশা করি আপনার অধিক গুরুত্বপূর্ণ অন্য কোন প্রকল্প না থাকলে সদকায়ে জারিয়া মনে করে অত্র প্রতিষ্ঠানসমূহের সার্বিক প্রয়োজন পূরণে স্বীয় হালাল উপার্জন থেকে সম্ভাব্য অনুদান প্রেরণ করতে সদয় মর্জি রাখবেন। উল্লেখ্য যে, চাঁদা ও যাকাত ভিন্ন করে দেওয়া আবশ্যক।
১. আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ, কক্সবাজার
হিসাব নং ২০৫০১৪৭০২০০২০৫৫১২ (অনলাইন),
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, টেকনাফ শাখা
হিসাব নং ১০২১২২০০০০০১৮ (অনলাইন),
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, টেকনাফ শাখা
২. ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার, বাংলাদেশ
হিসাব নং এস.এন.ডি. ০৪৭১২২০০০০০৬০ (অনলাইন),
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, কক্সবাজার শাখা
৩. মাদ্রাসা হুছাইনিয়া ফয়জুল উলূম বড়ডেইল বাহারছড়া, টেকনাফ
হিসাব নং ২০৫০১৪৭০২০০১১৯০১১ (অনলাইন),
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, টেকনাফ শাখা।
৪. মাদ্রাসা হুছাইনিয়া রহমানিয়া নয়াপাড়া, দক্ষিণ হ্নীলা, টেকনাফ
হিসাব নং এস.এন.ডি. ১০২১২২০০০৬১৬২
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, টেকনাফ শাখা
৫. মাদ্রাসা সুলতানিয়া আযীযুল উলূম মরিচ্যাপালং, উখিয়া, কক্সবাজার
হিসাব নং এস.এন.ডি. ০২০০০০৬০৩৫২৩০, (অনলাইন),
অগ্রণী ব্যাংক লিমিটেড, মরিচ্যা শাখা, উখিয়া, কক্সবাজার
৬. শফীকিয়া তা’লীমুল কুরআন হিফজখানা বাহার ছড়া, টেকনাফ
হিসাব নং এস.এন.ডি. ১০২১১২০০৪৩০৪৮ (অনলাইন),
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, টেকনাফ শাখা
আমাদের দ্বীনি মাদ্রাসা সমূহ সর্বস্তরের
ধর্মপ্রিয় মুসলিম ভাই-বোনদের সন্তুষ্ট চিত্তে
প্রদত্ত হালাল অনুদানেই পরিচালিত
নিবেদক
মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক
মুহতামিম
সর্ব মাদ্রাসা
মোবাইল: ০১৮১৭-০০৯৩৮৩,
হোয়াটসঅ্যাপ : ০১৮৬৮৫১৫১৫১