বিস্তারিত বিবরণ
সনাতন পদ্ধতির ০১ ভরি রূপার (অদ্য ৭-৪-২০২৩ খৃষ্টাব্দের) বাজার মূল্য
১০৪৯/= (এক হাজার উনপঞ্চাশ) টাকা মাত্র
উপরোক্ত বাজার মূল্য হিসেবে যাকাতের নিসাব বা পরিমাণ দাড়ায়
৫২.৫০ × ১০৪৯ = ৫৫০৭২/= (পঞ্চান্ন হাজার বাহাত্তর) টাকা মাত্র
উপরোক্ত বর্ণনা অনুসারে চলতি ২০২৩ সালের যাকাত এর সর্বনিম্ন নিসাব বা পরিমাণ ৫৫০৭২/= (পঞ্চান্ন হাজার বাহাত্তর) টাকা মাত্র
জ্ঞাতব্য বিষয়
কোন সাবালক-স্বজ্ঞান মুসলিম নর-নারীর নিকট ঋণ ও মৌলিক প্রয়োজনের অতিরিক্ত শুধুমাত্র স্বর্ণ থাকলে সাড়ে সাত তোলা, শুধুমাত্র রৌপ্য থাকলে সাড়ে বায়ান্ন তোলা অথবা উভয়ের কোনটি সমান নগদ টাকা কিংবা ব্যবসায়ী সম্পদ থাকলে অথবা স্বর্ণ রৌপ্য, নগদ টাকা ও ব্যবসায়ী সম্পদ কোনটি নির্ধারিত নিসাব পরিমাণ না থাকলে ও সর্বপ্রকার মিলে অথবা যে কোন দুইটি মিলে সাড়ে বায়ান্ন তোলা রৌপ্যের সমান হলে এবং উক্ত সম্পদ তার নিকট পূর্ণ এক বছরকাল স্থয়ী থাকলে তখন তার উপর উক্ত মালের যাকাত দেওয়া ফরয।
সম্পূর্ণ মালের ৪০ ভাগের একভাগ অর্থাৎ শতকরা আড়াই টাকা হারে যাকাত আদায় করতে হয়। প্রত্যেক বছরই এই নিয়মে যাকাত আদায় করতে হয়।
উল্লেখ্য যে, স্বর্ণের উপর যাকাত ফরয হওয়ার জন্য সাড়ে সাত তোলা পরিমাণ হতে হবে যদি সাথে অন্য কোন প্রকারের সম্পদ না থাকে।
নির্ধারিত নিসাবের কম পরিমাণ স্বর্ণ এর সাথে অন্য কোন সম্পদ যদি থাকে তখন মিশ্রিত সম্পদের নিসাব ধরা হবে সাড়ে বায়ান্ন তোলা রৌপ্যের মূল্য পরিমাণ।
প্রস্তুতকারী
(মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক)
খাদিমে দারুল ইফতা
আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ,
কক্সবাজার, বাংলাদেশ