ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার এর ছাত্রদের প্রতি পিত্রতুল্য পরিচালক মহোদয় আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফীক সাহেবের
এর১১টি বিদায়ী নসীহত
عزيز طلبه عظام
১/ঘরে গিয়ে বেশী বেশী করে সহিহ শুদ্ধভাবে সালামের প্রসার করবেন।
২/দৈনিক কমপক্ষে এক পারা ধীরে ধীরে তিলাওয়াত করবেন।
৩/নামাযেরর সুন্নাত-নফল সমূহের পাবন্দি করবেন।
৪/আত্মীয়-স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করবেন।
৫/শেষ রাতে দুই রাকাত তাহাজ্জুদ পড়ে দ্বীনি মাদ্রাসা, মা-বাবা ও নিজের জন্য কায়মনোবাক্যে দু’আ করতে থাকবেন।
৬/দৈনিক মাত্র একটি পৃষ্ঠা কিতাবের সাথে মিলিয়ে সুন্দর করে লিখতে চেষ্টা করবেন।
৭/সর্বজন শ্রদ্ধেয় দ্বীনি মুরব্বীগণের বই-পুস্তক থেকে দৈনিক কিছু অংশ অবশ্যই পড়বেন সত্যিই আত্মার খোরাক পাওয়া যাবে।
৮/দৈনিক কিছুক্ষণ সময় সরাসরি মা-বাবার সেবায় ব্যয় করবেন।
মা বাবার দু’আ কখনো বৃথা যায় না।
৯/আশে পাশে নিজের ওস্তাদ জীবিত থাকলে মাঝে মধ্যে তার সান্নিধ্য লাভ করতে চেষ্টা করবেন এবং তার পক্ষ থেকে নিজের জন্য প্রয়োজনীয় নসিহত কামনা করবেন।
১০/ছোট-বড় ভাই বোন আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সবার সাথে সর্বদা ভালো ব্যবহার করতে চেষ্টা করবেন , কেউ অহেতুক অন্যায় করলেও ভবিষ্যতের বৃহত্তম স্বার্থে হাসিমুখে বরণ করে নেওয়ার চেষ্টা করবেন। প্রতিবাদ করা উচিৎ নয়।
১১/ছুটির শেষে সময়ের পূর্বে মাদ্রাসায় পৌঁছে যাবেন , আমাদের মুরুব্বিগণ সর্বদা সময়ের পূর্বেই পৌঁছে যেতেন, এতে করে যথা সময়ে কাজ করার মত গুরুত্বপূর্ণ অভ্যাস গড়ে ওঠে।
সংগ্রহে
মুহাম্মদ ওসমান
ছাত্র ইসলামিক রিসার্চ সেন্টার কক্সবাজার।
সমিতি পাড়া ০১নং ওয়ার্ড ককসবাজার পৌরসভা,
ককসবাজার বাংলাদেশ।
মোবাইলঃ 01816258208