বিবাহ সহীহ হওয়ার জন্য একই মজলিসে পাত্র-পাত্রী বা তাদের প্রতিনিধিরা একত্রিত হয়ে দুজন সাক্ষীর সামনে সরাসরি ইজাব-কবুল করা শর্ত। তাই ভিডিও কলের মাধ্যমে বর-কনে পৃথক স্থানে থেকে ইজাব-কবুল করলে বিবাহ সহীহ হবে না। তবে এক্ষেত্রে ছেলে কাউকে উকিল তথা বিবাহের প্রতিনিধি বানিয়ে দিলে সেই উকিল ছেলের পক্ষ থেকে বিবাহের মজলিসে ইজাব বা কবুল করতে পারবে। এবং তখন বিবাহ সহীহ হবে।
তথ্যসুত্র—বাদায়েউস সানায়ে ২/৪৯০, খুলাসাতুল ফাতাওয়া ২/৪৮ আলবাহরুর রায়েক ৩/৮৪, ফাতাওয়া হিন্দিয়া ১/২৬৮ আদ্দুররুল মুখতার ৩/১৪; ফিকহুন নাওয়াযিল ৩/৩৪৪
[আমাদের দেশের যে সব বিবাহ অনলাইন বা ভিডিও কলে হয়ে থাকে সেগুলোর বেশির ভাগই সহীহ হচ্ছে না শরয়ীতের এই মাসআলাটা না জানার কারনে। যাদের এরুপ হয়েছে, তাদের উচিৎ পুনরায় সহীহ তরিকায় বিবাহ করা। নয়তো সম্পর্ক হালাল হবে না।]
সৌজন্যে:
—মাসিক আল-কাউসার ঢাকা
উল্লেখ্য যে, স্বামী-স্ত্রী সরাসরি উপস্থিত হতে হয় না৷ উভয় পক্ষের উকিলদ্বয়ের উপস্থিতিতে দুইজন সাক্ষীর সামনে সরাসরি প্রস্তাব-গ্রহণ সম্পন্ন করলেই বিয়ে হয়ে যায়৷
মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক